দ্বারকেশ্বর নদী থেকে বালি পাচারের অভিযোগে গ্রেফতার ৪

গোপাল রায়, আরামবাগ: নদী থেকে বালি পাচারের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। এছাড়া তিনটি বালিবোঝাই গরুর গাড়ি আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে আরামবাগ বাইশমাইল এলাকার দ্বারকেশ্বর নদীতে। জানা গেছে, দারকেশ্বর নদীর বাইশমাইল এলাকায় নদীর পাড়ের মাটি কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।তাই বেশ কিছুদিন আগে স্থানীয় মানুষজন ও বালি খাদ মালিকেরা অভিযোগ জানিয়ে ছিলেন পুলিশের কাছে। এরপর দ্বারকেশ্বর নদীর ওপর নজর রাখছিল আরামবাগ থানার পুলিশ। রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকার দ্বারকেশ্বর নদীতে হানা দেয় পুলিশ । হানা দিয়ে চার ব্যক্তি কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। তার সঙ্গে বালি বোঝাই করা অবস্থায় তিনটি গরুর গাড়ি আটক করে পুলিশ। আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল জানান যে চার ব্যক্তি গ্রেফতার হয়েছে তাদেরকে সোমবার আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হবে।