সুশান্ত সিং-এর মৃত্যুতে দায়ী নয় রিয়া চক্রবর্তী, দাবি সাইকোলজিস্টের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং-এর মৃত্যুতে এবার মুখ খুললেন তাঁর সাইকোলজিস্ট ডক্টর সুজান। তিনি জানালেন যে, মানসিক অবসাদেই ভুগছিলেন সুশান্ত। কিন্তু রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে তিনি জানিয়েছেন যে, সুশান্তের মানসিক অবসাদের জন্য কখনই দায়ী ছিলেননা। উপরন্তু রিয়া সবসময় আগলে রাখতেন সুশান্তকে। কখনও সুশান্তের মায়ের ভূমিকা পালন করতেন রিয়া, আবার কখনও বান্ধবীর ভূমিকা পালন করতেন তিনি। ডক্টর সুজনের বক্তব্য, সুশান্ত যখন মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত, তখন রিয়াই ছিলেন তার প্রধান সহায়।
Sushant Singh Rajput’s Therapist Susan Walker reached out to @themojo_in & broke her silence. Says Media’s irresponsible coverage on Mental Health dismayed her & made going public her “duty”. Says Sushant “suffered from Bipolar Disorder” & “Rhea gave him courage to seek help” pic.twitter.com/R4wITRsPcB
— barkha dutt (@BDUTT) August 1, 2020
[আরও পড়ুন- করোনা আক্রান্ত হয়ে মৃত্যু উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রীর]
একদিকে যখন সুশান্তের পরিবারের পক্ষ থেকে রিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সুশান্তের বাবা জানিয়েছেন যে, তাঁর ছেলেকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল রিয়া চক্রবর্তী। রিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়। এরপরেই মুখ খোলেন সুশান্ত সিং-এর থেরাপিস্ট সুজান। তিনি জানান, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে রিয়াকে বারবার হেনস্থা হতে দেখে আর চুপ থাকতে পারলেন না তিনি। এর আগেই সুজান জানিয়েছেন, ‘বাইপোলার ডিসঅর্ডার’এ ভুগছিলেন সুশান্ত। তার সাথে বাসা বেঁধেছিল ‘হাইপোমানিয়া’। প্রবল উত্কণ্ঠা, উদ্বেগ এবং মানসিক চাপ ছিল তাঁর নিত্যসঙ্গী। এতে, প্রতিমুহূর্তে মেজাজ বদলে যায় রোগীর। কখনও খুব হাসি আবার কখনও খুশি অনুভব করেন। আবার কখনও হঠাৎ করেই তীব্র মানসিক অবসাদে ভুগতে শুরু করেন রোগী।