fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

Bihar Election: EVM কারচুপি নিয়ে NDA’র বিরুদ্ধে সরব, কমিশনের দ্বারস্থ RJD

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনাকে কেন্দ্র করে নাটকের পর নাটক৷ দিনভর এনডিএ এবং মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে সরকার গঠনের কাছাকাছি পৌঁছে গিয়েছে বিজেপি-জেডিইউ জোট৷ আর তার পরই ইভিএম-এ কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস এবং আরজেডি৷ যদিও নির্বাচন কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, ইভিএম-এ কোনও রকমের কারচুপি করে ভোটের ফল প্রভাবিত করার কোনও সম্ভাবনাই নেই৷

এ দিন আরজেডি-র তরফে একটি ভিডিও ট্যুইট করে অভিযোগ করা হয়, কোনওরকম ছাড়পত্র বা পরীক্ষা ছাড়াই এক ট্রাকভর্তি ইভিএম আরাহ-এর একটি গণনাকেন্দ্রে ঢোকানো হচ্ছে৷ কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা সেই ভিডিওটি রিট্যুইট করেন৷ তবে সরাসরি কারচুপির অভিযোগ করেননি তিনি৷ শত্রুঘ্নের পুত্র এবং বাঁকিপুর আসনের প্রার্থী লভ সিনহা অবশ্য অভিযোগ করেন, কারচুপি ছাড়া বিজেপি ভোটে জিততে পারে না৷ আরজেডি সমর্থকরাও ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান৷

Related Articles

Back to top button
Close