Bihar Election: EVM কারচুপি নিয়ে NDA’র বিরুদ্ধে সরব, কমিশনের দ্বারস্থ RJD

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনাকে কেন্দ্র করে নাটকের পর নাটক৷ দিনভর এনডিএ এবং মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে সরকার গঠনের কাছাকাছি পৌঁছে গিয়েছে বিজেপি-জেডিইউ জোট৷ আর তার পরই ইভিএম-এ কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস এবং আরজেডি৷ যদিও নির্বাচন কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, ইভিএম-এ কোনও রকমের কারচুপি করে ভোটের ফল প্রভাবিত করার কোনও সম্ভাবনাই নেই৷
नीतीश कुमार जी आप ऐसा करके भी नहीं जीत पाएँगे। आरा में बिना अनुमति के EVM और पोस्टल बैलेट लदी गाड़ियाँ स्ट्रॉंग रूम में घुस रही थी। हमारे सजग कार्यकर्ताओं ने एक गाड़ी वाले को रोका और दूसरा भाग गया। अधिकारी कोई संतोषजनक जवाब नहीं दे पाए। pic.twitter.com/KhcmfBpVn7
— Rashtriya Janata Dal (@RJDforIndia) November 9, 2020
এ দিন আরজেডি-র তরফে একটি ভিডিও ট্যুইট করে অভিযোগ করা হয়, কোনওরকম ছাড়পত্র বা পরীক্ষা ছাড়াই এক ট্রাকভর্তি ইভিএম আরাহ-এর একটি গণনাকেন্দ্রে ঢোকানো হচ্ছে৷ কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা সেই ভিডিওটি রিট্যুইট করেন৷ তবে সরাসরি কারচুপির অভিযোগ করেননি তিনি৷ শত্রুঘ্নের পুত্র এবং বাঁকিপুর আসনের প্রার্থী লভ সিনহা অবশ্য অভিযোগ করেন, কারচুপি ছাড়া বিজেপি ভোটে জিততে পারে না৷ আরজেডি সমর্থকরাও ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান৷