লরির ধাক্কায় মর্মন্তিক মৃত্যু বাবা ও ছেলের
নিজস্ব প্রতিনিধি, এগরা (পূর্ব মেদিনীপুর): কাঁথি এগরা রাস্তায় মর্মন্তিক দুর্ঘটনায় মৃত্যু হল পিতা ও পুত্রের। এই মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার ভোর পাঁচটা নাগাদ কাঁথি এগরা রাস্তায় ভবানীচক বাসস্ট্যান্ডের সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে মৃত ঝন্টু মাঝি (৫৬) ও সুকদেব মাঝি (৩৩)। দুজনের বাড়ি এগরা থানার বাসুদেবপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাবা ও ছেলে মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত ছিল।মাছ নিয়ে এসে এগরার বিভিন্ন বাজারে সেই মাছ বিক্রি করত বাবা ও ছেলে।
এদিন ভোর পাঁচটা নাগাদ দুজন একটি বাইকে করে মাছ বিক্রি করার জন্য বাসুদেবপুর থেকে এগরা থেকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি মাল বোঝাই লরি ধাক্কা মারে। ঘটনাস্থলে বাবা ও ছেলে রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর লুটিয়ে পড়ে। ঘটনায় বেগতিক বুঝে সেখান থেকে চম্পট দেয় ঘাতক লরির চালক।
লকডাউনের কারনে রাস্তায় বেশি যান চলাচল করছিল না বলে বাবা ও ছেলের মৃতদেহ রাস্তার ওপর দীর্ঘক্ষণ পড়ে থাকে। স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে এলে এগরা থানাট পুলিশকে খবর দেয়। দ্রুত পুলিশ এসে দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকটি উদ্ধার করে থানার নিয়ে আসে পুলিশ।
এগরা থানার ওসি কাশীনাথ চৌধুরী বলেন, মৃতদেহ দুটি উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক গাড়ির সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে।