ঝাড়গ্রামের বেতকুন্দরি এলাকায় পথদুর্ঘটনায় প্রেমিক ও প্রেমিকার মৃত্যু

সুদর্শন বেরা, ঝাড়গ্রাম: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রেমিক ও প্রেমিকার. স্থানীয় সূত্রে জানা যায় যে ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের দহিজুড়ি গ্রামের ২৬ বছর বয়সী শুভ কর ওই ব্লকের আঁধারিয়া গ্রামের২১ বছর বয়সী মৌ মন্ডল কে ভালোবাসতো। দুইজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ।তাদের ভালো বাসার সম্পর্ক ছিল তিন বছরের।দুই পরিবার বিষয়টি জানত।খুব শীঘ্রই তাদের বিয়ের কথা ছিল। বৃহস্পতিবার শুভ কর তার বাইকে বসিয়ে প্রেমিকা মৌ মন্ডল কে নিয়ে ঝাড়গ্রাম বাজারে পুজোর কেনাকাটা করতে যাচ্ছিল। সেই সময় ঝাড়গ্রাম দহিজুড়ির মাঝেপাঁচ নম্বর রাজ্য সড়কের উপর ঝাড়গ্রাম ব্লকের বেতকুন্দরি এলাকায় একটি পিকআপ ভ্যানের সাথে শুভ করের মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। যার ফলে পাঁচ নম্বর রাজ্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত তাদেরকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ।সেখানে নিয়ে আসার কিছুক্ষণ পরেই দুইজনের মৃত্যু হয়।
আরও পড়ুন- বালি মাফিয়াদের দাপট, সব কিছু জেনেও নিশ্চুপ পুলিশ প্রশাসন, অভিযোগ গ্রামবাসীদের
পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের পর তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়। ওই ঘটনার ফলে বেশ কিছুক্ষণ দহিজুড়ি ঝাড়গ্রাম এর মাঝে যানবাহন চলাচল বন্ধ থাকে। পথদুর্ঘটনায় প্রেমিক ও প্রেমিকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।