পশ্চিমবঙ্গহেডলাইন
ঘন কুয়াশায় সাতসকালে চাপড়ায় পথ দুর্ঘটনা, গুরুতর জখম ২

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : ঘন কুয়াশায় বৃহস্পতিবার সাতসকালে চাপড়া ব্লকের দৈয়ের বাজারে এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম গাড়ির চালক সহ খালাসি। খুব সকালে পণ্য বোঝাই একটি ট্রাক দৈয়ের বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনায় গুরুতর জখম গাড়ির চালক সহ খালাসি।
স্থানীয়দের তৎপরতায় দুজনকেই চাপড়া গ্ৰামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কৃষ্ণনগর থেকে করিমপুর গামী জনবহুল এই সড়ক পথের গুরুত্ব অপরিসীম।ঘন কুয়াশা তার উপর আবার বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলেই প্রায় ই এই এলাকায় দুর্ঘটনা ঘটে থাকে বলে এলাকাবাসীর অভিযোগ এবং এই সমস্যার কথা স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানো সত্বেও কোনও সুরাহা হয়নি বলে জানালেন এলাকার বিশিষ্ট সমাজসেবী নির্মল রায়।