বামপন্থী কৃষক সংগঠনের উদ্যোগে বাঁকুড়ার ওন্দায় পথ অবরোধ

অতনু রায়, বাঁকুড়া: ভারত বনধে সমর্থনে বামপন্থী কৃষক সংগঠন এর পথ অবরোধ. মঙ্গলবার সকাল ৯টা থেকে বাঁকুড়া জেলা সিপিআইএম সম্পাদক মন্ডলীর সদস্য তরুণ সরকারের নেতৃত্বে প্রায় শতাধিক সিপিআইএমের কর্মী-সমর্থকরা ওন্দার চৌমাথাতে বিক্ষোভ মিছিল করেন এবং বক্তব্য রাখার প্রথমে ৩০ মিনিট পথ অবরোধ করেন ও বক্তব্য শেষে চলে পুনরায় তারা পথ অবরোধ করেন। এর ফলে কিছুক্ষন যান চলাচল কিছুটা ব্যাহত হয়। পরে পুলিশ এসে বিক্ষোভ তুলে দেন। বাঁকুড়া জেলা সিপিআইএম সম্পাদক মন্ডলীর সদস্য তরুণ সরকার বলেন এই আইন যদি কৃষকদের স্বার্থে হয়ে থাকে তাহলে কেন সরকারের বিরুদ্ধে কৃষকরা আন্দোলনে,অনশনে, নেমেছে।
আসলে কেন্দ্র সরকার এই আইনের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিকভাবে মেরে দিতে চাইছে।ন্যূনতম সহায়ক মূল্য আইন করে সেটি কেন্দ্র সরকার এখন দিচ্ছে না। এর প্রতিক্রিয়া আগামী দিনে ভয়ঙ্কর হবে। কৃষকদের স্বার্থে, কৃষকদের সমর্থনে তাদের আজ এই অবরোধ। এখানে উপস্থিত ছিলেন ওন্দার প্রাপ্তম বিধায়ক তারাপদ চক্রবর্তী,এরিয়া কমিটির সেক্রেটারি প্রণব প্রতিহার, অমল ব্যানার্জি বাঁকুড়া জেলা কমিটির সদস্য,সঞ্জীব সামন্ত ডিওয়াইএফআই সম্পাদকমণ্ডলীর সদস্য।