পশ্চিমবঙ্গহেডলাইন
বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বসিরহাটের টাকি রোড চৌমাথায় বসিরহাট বিজেপির সাংগঠনিক পক্ষ থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। বসিরহাট বিজেপি সাংগঠনিক সভাপতির তারক ঘোষের নেতৃত্বে।
জেপি নাড্ডা,কৈলাশ বিজয় বর্গীয় সহ বিজেপি নেতৃত্বের ওপর হামলার প্রতিবাদে এই রাস্তা অবরোধ। এই অবরোধ চলে পাঁচটা থেকে ছয়টা পর্যন্।ত ঘটনাস্থলে আসে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধকারীদের বোঝানোর পর অবরোধ উঠে যায়।