পশ্চিমবঙ্গহেডলাইন
CAA-এর সমর্থনে পথসভা অশোকনগরে

তানিয়া রায়, অশোকনগর: উত্তর ২৪ পরগনা অশোকনগর CAA এর সমর্থনে এবং বাংলাদেশে ক্রমাগত ঘটে চলা হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে শেরপুর মোড়ে এক বিশাল পথসভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি উদ্বাস্তু সেলের কনভেনার ড: মোহিত রায়, কো-কনভেনর সুজিত শিকদার, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, বিজেপি রাজ্য সম্পাদিকা তনুজা চক্রবর্ত্তী, বিজেপি অশোকনগর বিধানসভার কনভেনার স্বপন কুমার দে সহ বিশিষ্ট নেতৃত্বরা।
খুব শীঘ্রই উদ্বাস্তুদের দুর্দশা দূরীকরণে CAA লাগু করে তাদের নাগরিকত্ব প্রদান করা হবে বলে জানান সভায় উপস্থিত বিশিষ্টজনেরা। সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।