বাদুড়িয়ায় জল ও বিদ্যুতের দাবিতে একাধিক জায়গায় পথ অবরোধ-বিক্ষোভ
শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: আমফানে শেষ করে দিয়েছে সব। তার পর থেকে এখনও পৌঁছায়নি বিদ্যুত। বাদুড়িয়ায় জল ও বিদ্যুতের দাবিতে একাধিক জায়গায় পথ অবরোধ-বিক্ষোভ। ঈশ্বরী গাছা, চৌমাথা, মদিনা তলা, বাদুড়িয়া১৮ নম্বর বাস স্ট্যান্ডে জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করেছে গ্রামবাসীরা। ঘটনাস্থলে পুলিশ। আমফানের ৯ দিন কেটে যাওয়ার পরেও বাদুড়িয়া পৌরসভায় ও পঞ্চায়েতে এলাকাগুলোতে এখনো বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা মেটাতে পারিনি। সেই দাবিতে তারা দফায় দফায় অবরোধ বিক্ষোভ কর্মসূচি করছে। পুলিশ গিয়ে বোঝানোর চেষ্টা করছে।
আরও পড়ুন: রাতের অন্ধকারে পরিয়ায়ী শ্রমিকদের জাতীয় সড়কে ছেড়ে পালাল চালক
ঘটনাস্থলে বাদুড়িয়া থানার ওসি অনিক সাউ বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে পৌর নাগরিক ও গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা চালাচ্ছে, যাতে দ্রুত অবরোধ উঠে যায়। তার পাশাপাশি শায়েস্তানগর পঞ্চায়েতের মদিনা তলায়, দুপুরের গরমের মধ্যে পথচলতি মানুষ ধৈর্য হারিয়ে ফেলে, অবরোধ কারিদের গাছের গুড়ি ফেলে রাখা। সেই গুড়ি সরিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। ঘটনাস্থলে কাটিয়াহাট ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অবরোধকারীদের বুঝিয়ে-শুজিয়ে অবরোধ তুলে দেয়। জল ও বিদ্যুৎ দ্রুত পরিষেবা পাওয়ার জন্য বিক্ষোভ অবরোধ কর্মসূচি লাগাতার চলছে বসিরহাট মহাকুমা জুড়ে।