পশ্চিমবঙ্গহেডলাইন
নায্য জমির দাম না পাওয়ায় পথ অবরোধ, বিক্ষোভ স্থানীয় চাষিদের

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: অশোকনগরে চাষের জমিতে ওএনজিসির প্রজেক্টের জমি নিয়ে চাষীদের পথ অবরোধ ও বিক্ষোভ। সূত্রের খবর, স্থানীয় চাষিদের দাবি এটা নিয়ে হাইকোর্টে মামলা চলছে। তাদের মূল দাবি এখানে প্রজেক্ট হোক কিন্তু ন্যায্য পাওনা ও স্থায়ী কর্মস্থানের দাবি পূরণ করতে হবে।
এই দাবি নিয়ে ওএনজিসির অফিসের সামনে কয়েকশো মহিলা ও পুরুষ মিলে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই বিক্ষোভের ফলে হাবড়া নৈহাটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। কিছু সময় অবরোধ চলার পর হাবরা থানা পুলিশ এসে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।