পানীয় জল ও বিদ্যুতের দাবিতে কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ
শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: পানীয় জল ও বিদ্যুতের দাবিতে কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করলেন ক্ষুব্ধ মানুষেরা। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহাকুমার বসিরহাট দুই নম্বর ব্লকের মাটিয়া থানার শিকড়া কুলিনগ্রাম পঞ্চায়েতের টাকি রোডের উপরে। বসিরহাট ও বারাসাত টাকি রোড অবরোধ করল স্থানীয় গ্রামবাসীরা। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে কয়েকশো গ্রামবাসী মহিলা তারা রীতিমত মানববন্ধন করে রাস্তা অবরোধ করছে। আমফানের সাত দিন কেটে যাওয়ার পরেও ওই গ্রামে বিদ্যুৎ নেই, নেই পানীয় জল, ওই কয়েকটি গ্রামের মানুষ খুব সমস্যার মধ্যে রয়েছে।
আরও পড়ুন: প্রবল ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত বর্ধমানের কালনা
তাদের দাবি, আমফান ঝড় চলে গেছে সাত-আট দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ইলেকট্রিক অফিসের কোন কর্মীর দেখা নেই। এই গ্রামের মধ্যে অনেক লোক অসুস্থ হয়ে পড়ছে, পাশে একটি গ্রামীণ হাসপাতাল আছে। সেই হাসপাতাল কোন পরিষেবা দিতে পারছে না বিদ্যুৎ নেই বলে। সমস্যা পড়তে হচ্ছে সাধারণ মানুষের। তাই এই দাবিতে টাকি রোডের উপরে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেছে। ওই বিক্ষোভ কারীদের মধ্যে থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে, ওই গ্রামবাসীরা এইভাবে পথ আটকে রেখে স্লোগান দিচ্ছে, অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা দিতে হবে, ও পানীয় জলের সমস্যা মেটাতে হবে। এই দাবিতে সকাল থেকে অবরোধ শুরু করেছে ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ গিয়েছে।।