fbpx
খেলাফুটবলহেডলাইন

লাল-হলুদের কোচ হলেন জেরার্ডের সতীর্থ লিভারপুল কিংবদন্তী রবি ফাউলার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ইস্ট বেঙ্গলের কোচ হলেন লিভারপুলের কিংবদন্তী রবি ফাউলার। ইংল্যান্ডের জাতীয় দলের নামী স্ট্রাইকার। দু’‌ বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি হয়েছে দলের। এদিন সরকারিভাবে ঘোষণা করা হল সেকথা।

শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুর দুবাই থেকে জানালেন, ফাউলারের কোচ হওয়ার কথা। তাঁর কোচিং স্টাফ হিসেবে থাকছেন সাত জন বিদেশি। বিদেশি খেলোয়াড় নির্বাচনের ভারও থাকছে ফাউলারের হাতে। সোমবার সেই বিদেশি খেলোয়াড়দের নাম জানিয়ে দেওয়া হবে।


৪৫ বছরের ফাউলার গত মরশুমে ‘‌এ’‌ লিগে ব্রিসবেন রোর দলের পূর্ণ কোচের দায়িত্বে ছিলেন। ২২ ম্যাচে কোচিং করিয়েছেন। ২০১১–‌‌১২ মরশুমে থাইল্যান্ডের মংথং ইউনাইটেড ক্লাবের প্লেয়ার কাম কোচ ছিলেন ফাউলার। ২০১৭ প্রো লাইসেন্স কোর্স সম্পূর্ণ করা ফাউলার লিভারপুল আকাদেমির মেন্টর হিসেবে কাজ করেছেন।
ইংল্যান্ডের জার্সিতে তিনি খেলেছেন ২৬টি ম্যাচ। গোল করেছেন সাতটি। সেই ফাউলার এবার ইস্ট বেঙ্গলের কোচ।

Related Articles

Back to top button
Close