
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনামুক্ত হয়েই ছন্দে রোনাল্ডো। রবিবার মাঠে নেমেই জোড়া গোল করলেন। আর তাঁর সুবাদেই জুভেন্টাস সিরি এ–তে ৪–১ ব্যবধানে হারাল স্পেজিয়াকে।
রবিবার প্রথম থেকে মাঠে ছিলেন না রোনাল্ডো। ৫৬ মিনিটে পাওলো ডিবালার পরিবর্তে মাঠে নামেন। খেলার ফল তখনও ১–১। নেমেই তিন মিনিটের মাথায় একটি গোল করেন রোনাল্ডো। এরপর ৬৮ মিনিটে আদ্রিয়ান র্যাবিওট জুভের হয়ে তৃতীয় গোলটি করেন। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে স্পেজিয়ার কফিনে শেষ পেরেকটি পোঁতেন সেই রোনাল্ডো। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্টও করেন।
এর আগে জাতীয় শিবিরে থাকাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। সেখান থেকে সংক্রমিত অবস্থায় ইতালি ফিরে বিতর্কেও জড়ান। এরপর একাধিকবার করোনা পরীক্ষা করানো হলেও রিপোর্ট পজিটিভ আসায় বার্সিলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠেও নামতে পারেননি। শেষপর্যন্ত রবিবার নামলেন। আর জোড়া গোল করে ভক্তদের খুশিও করলেন।