নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশজোড়া লকডাউনের মধ্যেও শহরের মেট্রো প্রকল্পের কাজ ভালভাবেই এগোচ্ছে। সম্প্রতি মেট্রো একটা উল্লেখযোগ্য কাজ করেছে।
নোয়াপাড়া- বারাসত ভায়া বিমানবন্দর এক্সটেনশন প্রকল্পের বিমানবন্দর স্টেশনের ১৪৮১.৫ কিউবিক মিটার রুফ কাস্টিংয়ের কাজ শেষ হয়েছে। ৪৮ জন ইঞ্জিনিয়ার,অপারেটর এবং কর্মীরা করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রকল্পের কাজ শেষ করেছেন।
আরও পড়ুন: কোনও রাজ্য নয়, শুধু কেন্দ্রের হাতেই থাকবে করোনা ভ্যাকসিন সংগ্রহ ও সরবরাহের দায়িত্ব: কেন্দ্র