আমফান বিধ্বস্ত সুন্দরবনে বনকর্মীদের ক্যামেরায় দেখা মিলল রয়্যাল বেঙ্গলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমফানের আঘাতে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য। বিধ্বংসী ঝড়ে ক্ষতি হয়েছে বনদফতরের বিট অফিস, ক্যাম্প অফিসের , ছিঁড়ে গিয়েছে জঙ্গলঘেরা ফেন্সিং। পরিবেশবিদরা উদ্বিগ্ন বন্যপ্রাণের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিয়েও। অবশ্য বনবিভাগ আগেই আশ্বস্ত করেছিলেন আম্ফানের দাপটে কোন বন্যপ্রাণীর ক্ষতি হয়নি। আর শনিবার কলসদ্বীপে দেখা দিলেন বনের রাজা রয়্যাল বেঙ্গল।
বনকর্মীদের ক্যামেরায় ধরা পড়েছে ডোরাকাটার রাজকীয় চলাফেরা। বনকর্মীরা জানিয়েছেন, শনিবার কলসদ্বীপের বনি ক্যাম্পের কাছে সন্ধ্যার সময় মিস্টি জল খেতে এসেছিল বাঘটি। ফেন্সিংয়ের ওপারে খাঁড়ির আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে জল খেয়ে ফেল গভীর জঙ্গলে ঢুকে যায়। সুন্দরবনের বাঘ দর্শন রীতিমতো ভাগ্যের ব্যাপার। পর্যটকেরা এসে বাঘের দেখা না পেয়ে ফিরে যান। স্বাভাবিক ভাবেই রয়্যাল বেঙ্গলের দর্শন পেয়ে খুশি বনকর্মীরা।
ঘোরাফেরা করে