
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব রেলের আরপিএফ যাত্রী সুরক্ষায় সর্বদা তৎপর। সাধারণ যাত্রী ট্রেন না চললেও স্পেশাল ট্রেনগুলো থেকেই হারানো জিনিষপত্র, এমনকি হাওড়া স্টেশন থেকে একটি শিশুকন্যাকে উদ্ধার করেছে আরপি এফ।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া স্টেশন থেকে গত ২৪ জুলাই একটি শিশু কন্যাকে উদ্ধার করে আরপিএফ। এরপর যথাযথ পরীক্ষা নিরীক্ষার পর মেয়েটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়।
২৬ জুলাই ০৫৯৫৫ আপ ডিব্রুগড় – দিল্লি স্পেশাল ট্রেন সাহেবগঞ্জ স্টেশনে পৌঁছলে সূত্র মারফত খবর পেয়ে ফেলে যাওয়া ব্যাগ উদ্ধার করে নথিপত্র যাচাইয়ের পর ওই ব্যাগের প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়।গত ২৮ জুলাই কলকাতা স্টেশন থেকে আরপিএফ একটি ব্যাগ উদ্ধার করে যে ব্যাগে রূপোর আংটি, ব্রেসলেট, স্যামসং মোবাইল ফোন পাওয়া যায়। নথিপত্র যাচাইয়ের পর ওই ব্যাগের মালিককে ব্যাগটি ফেরত দেওয়া হয়।