fbpx
কলকাতাহেডলাইন

মতুয়া, ঝুমুর, বাউল, লোককবি, তফশিলিদের ভাতার দাবি জানাল আরপিআই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইমাম, পুরোহিতদের মতো এবার মতুয়া, ঝুমুর,বাউল, লোককবি সহ ১০০টি তফশিলি জাতি ও উপজাতি গোষ্ঠীকে ভাতা দেওয়ার আবেদন জানাল আর পি আই। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে চিঠি লেখেন আর পি আই পার্টির রাজ্য সম্পাদক মৃত্যুঞ্জয় মল্লিক।

 

তিনি বলেন, এই সব জনগোষ্ঠির মধ্যে অনেক ভিন্ন সংস্কৃতি, সংগীত এবং ভাষাও ধর্মের মানুষ আছেন। এরা সবাই পিছিয়ে পড়া ও বঞ্চিত জনগোষ্ঠির মানুষ। করোনা আমফান ও লকডাউনের ফলে জীবন জীবিকা হারতে চলেছেন। প্রতিদিন আর্থিক অনটনে দিন কটাচ্ছেন। একই সঙ্গে তাদের পরিবারের মুখে দু মুঠো অন্ন জোটাতে হিমসিম খাচ্ছেন। এমন অবস্থয রাজ্য সরকার যদি এই মানুষ গুলির পাশে দাঁড়ায় তবে নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার আবেদন এই সকল মানুষ গুলির কথা ভেবে মাসিক ৫০০০ টাকা ভাতা দেওয়া হোক।’

Related Articles

Back to top button
Close