fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

পরিযায়ী শ্রমিকের জীবিকা সহ একগুচ্ছ দাবিতে অবস্থান বিক্ষোভে আরএসপি

অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা:  গণতন্ত্র রক্ষা, পরিযায়ী শ্রমিকদের জীবিকার নিশ্চয়তা ও সীমান্ত সংঘর্ষ বন্ধ সহ আমফানকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবিতে বৃহস্পতিবার এসপ্লানেডে লেনিন মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ করে বাম শরীকি দল আর এস পি। এদিন দাবি প্রদর্শনের পাশাপাশি দেশ রক্ষায় নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনোজ ভট্টাচার্য, অশোক ঘোষ ও দেবাশিস মুখোপাধ্যায়।

বারবার পরিযায়ী শ্রমিকদের জীবিকার নিশ্চয়তার দাবিতে সরব হয়েছে বাম নেতৃত্বরা। এদিন দেশে গণতন্ত্র রক্ষায় জনসাধারণের সচেতন ভূমিকার আহ্বান জানিয়ে সংবিধানের মৌলিক অধিকার সুনিশ্চিত করার দাবি জানানো হয়। এদিকে গত এক সপ্তাহ ধরে ক্রমেই বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম। এই প্রসঙ্গে এদিন প্রতিবাদ জানানো হয়।

Related Articles

Back to top button
Close