fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

প্রকৃতির রোষ এভাবে চলতে থাকলে পৃথিবী আর বাঁচবে না: মোহন ভাগবত

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বর্তমানে করোনা আতঙ্কে জর্জরিত ভারত সহ গোটা বিশ্ব। রয়েছে হাজারো বিধিনিষেধ। এর পাশাপাশি রয়েছে প্রাকৃতিক বিপর্যয়। আর এই প্রকৃতি নিয়ে বড়সর কথা বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রবিবার পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের উপর জোর দেন তিনি। তিনি বলেন, আমাদের উচিত পরিবেশের যত্ন নেওয়া। এখন যেভাবে একে আমরা ব্যবহার করছি সেটা করা উচিত নয়।

এদিন এক সংগঠনের ভার্চুয়াল সভায় অংশ নিয়ে তিনি বলেন, আমাদের পূর্বপুরুষরা যে ধরনের জীবনযাত্রা অনুশীলন করতেন তার মাধ্যমে প্রকৃতিকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো। কিন্তু বর্তমানে মানুষ ভাবেন যে, প্রকৃতি ও জলবায়ু কেবলই তাদের ব্যবহার করার জিনিস। এদের প্রতিও যে মানুষের দায়িত্ব রয়েছে সেটা কেউ মনে রাখে না।

           আরও পড়ুন: চিনা আগ্রাসন নিয়ে বেজিংকে খোঁচা বিদেশমন্ত্রী জয়শঙ্করের!

ভাগবতের কথায়, ‘আমরা গত ২০০ থেকে ২৫০ বছর ধরে এভাবেই জীবনযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং এর নেতিবাচক প্রভাব খুব শিগগিরই আসতে চলেছে। যদি এভাবেই সবকিছু চলতে থাকে তবে আমরা বা এই পৃথিবী কিছুই বেঁচে থাকবে না।’ ভাগবত বলেন,  আমাদের পূর্বপুরুষরা অস্তিত্বের সত্যটা উপলব্ধি করতে পেরেছিলেন। তারা নিজেদের প্রকৃতির একটি অংশ বলে মনে করতেন। পরিবেশ রক্ষা করা মানুষের দায়িত্ব বলে জানতেন।

Related Articles

Back to top button
Close