গুরুত্বপূর্ণদেশহেডলাইন
অযোধ্যায় ইতিহাস….’প্রায় ২০-৩০ বছর পর সংকল্প পূরণ হল’: মোহন ভাগবত
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আজ ঐতিহাসিক সেই দিন…আজ অযোধ্যায় রাম মন্দিরের ভুমিপুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন গণেশ পুজোর মাধ্যমে এদিন ভূমিপুজোর সূচনা করেন প্রধানমন্ত্রী। প্রধান শিলা সহ ৯টি শিলার পুজো প্রধানমন্ত্রীর। পুজোর পর বক্তব্য রাখেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
তিনি বলেন, ‘প্রায় ২০-৩০ বছর পর সংকল্প পূরণ হল। আজকের দিনে আমন্ত্রণ করা উচিৎ ছিল কিন্তু সবাইকে আমন্ত্রণ করা যায়নি। পরিস্থিতিই যে এমন আমন্ত্রণ করা যায়নি। আজ আদবানী নিশ্চয়ই বাড়িতে থেকে পুজো দেখছেন।’
এদিন রয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল। জানা গিয়েছে, রামলালার আসনের নীচে থাকবে কুর্মশিলা, পাশে থাকবে পঞ্চধাতু, নবরত্ন খচিত পদ্ম।