fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণবিনোদন

প্রয়াত হ্যাগ্রিড খ্যাত অভিনেতা রুবিয়াস কলট্রেন

যুগশঙ্খ,  ওয়েবডেস্ক :চির ঘুমের দেশে হ্যাগ্রিড খ্যাত অভিনেতা রুবিয়াস কলট্রেন। ৭২ বছর বয়সে প্রয়াত হলেন তিনি।

কলট্রেনের এজেন্ট বেলিন্ডা রাইট জানান, গতকাল শুক্রবার স্কটল্যান্ডের ফালকার্কের কাছে অবস্থিত এক হাসপাতালে হয়েছে স্কটিশ এই অভিনেতার। বেলিন্ডা আরও জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থতা কলট্রেন।

এদিকে কলট্রেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাওলিং। এক টুইটার পোস্টে রাওলিং বলেছেন, ‘কলট্রেনের সঙ্গে আমি অন্য সবার চেয়ে বেশি ঘনিষ্ঠ ছিলাম। তাঁর সঙ্গে পরিচিত হতে পেরে এবং তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে করি। দুর্দান্ত এক প্রতিভা ছিলেন তিনি। আমি তাঁর পরিবারের প্রতি, সর্বোপরি তাঁর সন্তানদের প্রতি আমার ভালোবাসা ও গভীর সমবেদনা জানাচ্ছি।’

রাওলিং ছাড়াও হ্যারি পটারের অন্য অভিনয়শিল্পীরাও শোক প্রকাশ করেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

গত বছর হ্যারি পটারের ২০ বছর পূর্তিতে সিনেমাটির অভিনয়শিল্পীদের পুনর্মিলনীতে ‘রিটার্ন টু হগওয়ার্টস’ নামের এক প্রামাণ্য অনুষ্ঠানে কলট্রেন দর্শকদের উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আপনারা যাঁরা শৈশবে হ্যারি পটার দেখে বড় হয়েছেন, ৫০ বছর পর আপনারা হয়তো আপনাদের সন্তানদেরও তা দেখতে উৎসাহ দেবেন। তখন হয়তো আমি আপনাদের মাঝে থাকব না, কিন্তু হ্যাগ্রিড ঠিকই আপনাদের মনে বেঁচে থাকবে।’

Related Articles

Back to top button
Close