যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে গদি হারিয়েছে আগেই। এবার রাজস্থানেও কংগ্রেসের গদি টলমল করছে। উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট ১৮ জন বিধায়ককে নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন। এসবের পিছনে বিজেপি-রই হাত দেখছে কংগ্রেস। গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে কেন্দ্রের শাসকদল এমনই অভিযোগ রাজীব পুত্রের। সংবিধান ও গণতন্ত্র রক্ষায় দেশের মানুষকে পথে নামার আর্জি জানালেন রাহুল গান্ধী। রবিবার এক ভিডিও বার্তায় রাহুল বলেন, ‘সংবিধান নির্ধারিত পথেই দেশে গণতন্ত্র কার্যকর হবে। গণতন্ত্রের দাবি প্রতিধ্বনিত হবে সাধারণ মানুষের কণ্ঠে। এবং মানুষই বিজেপি-র শঠতা ও প্রতারণার রাজনীতি প্রত্যাখ্যান করে গণতন্ত্র ও সংবিধানকে রক্ষা করবেন।’ এরপরেই তাঁর আর্জি, গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হোন ও আওয়াজ তুলুন।
আরও পড়ুন: গোটা বিশ্বে রামনাম, মন্দির ঘিরে নয়া সংকল্প ভিএইচপির
রাজস্থানে নির্বাচিত কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি-র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে কংগ্রেস। এরই বিরোধিতায় অনলাইনে ‘গণতন্ত্রের জন্য সরব হোন’ প্রচার অভিযান শুরু করেছে কংগ্রেস। এদিন সেই প্রচারে অংশ নেন রাহুল। রাজস্থানে অবিলম্বে বিধানসভা ডাকার দাবি জানিয়েছে কংগ্রেস। মন্ত্রিসভার প্রথম প্রস্তাব রাজ্যপাল খারিজ করে দেওয়ার পর দ্বিতীয় একটি প্রস্তাব পাঠায় সরকার। এরই প্রেক্ষিতে কংগ্রেস নেতাদের অভিযোগ, রাজ্যপাল বিধানসভা ডাকতে অযথা দেরি করছেন। এবং রাজ্যপালের ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দলের রাজ্য সরকারগুলি ভাঙার চেষ্টা হচ্ছে। এদিন তাঁর ভিডিও বার্তায় রাহুল অভিযোগ করেন, গোটা দেশ যখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে, বিজেপি তখন সংবিধানকে তছনছ করে গণতন্ত্রকে ধ্বংস করছে।