লকডাউনে বিয়ে পিছিয়ে গেল? চিন্তা নেই! জানুন রূপশ্রী প্রকল্পে কেমন পরিবর্তন আনলেন মুখ্যমন্ত্রী

অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: লকডাউনে আগের মত অনেক কিছুই নেই। অনেক যুগলই বিবাহের পরিকল্পনা করেও তার বাস্তব রূপায়ণ করতে পারছেন না। তাই দিন পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। এদিকে রূপশ্রী প্রকল্পে অনেক ক্ষেত্রেই টাকা বিলি করা আটকে যাচ্ছে।
কিন্তু কোনও পরিস্থিতিতেই যাতে রূপশ্রী প্রকল্পে কারোর আবেদন খারিজ না হয়ে যায়, সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে এক প্রশাসনিক বৈঠকে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পে অগ্রগতি সরকারি আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেন মমতা। সেই সময়েই তিনি বলেন, কারও বিয়ে পিছিয়ে গেলে কোনও মতেই রূপশ্রীর আবেদন খারিজ করা যাবে না। দরকারের রিনিউ করতে হবে আবেদন।
প্রথমে রূপশ্রী প্রকল্পে কাজ কেন পিছিয়ে যাচ্ছে, সেই বিষয়ে এ দিন প্রশাসনিক বৈঠকে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের দায়িত্বে থাকা আমলারা মুখ্যমন্ত্রীকে জানান, রূপশ্রী প্রকল্পে বেশ কিছু আবেদনে লকডাউনের জন্য বিয়ের তারিখ পরিবর্তন হয়েছে। ফলে এখনই টাকার দরকার নেই বলে জানিয়েছেন আবেদনকারীরা। ফলে ভেরিফিকেশনের প্রক্রিয়াতে কিছুটা দেরি হচ্ছে। তাই আবেদনকারীরা টাকাও পাননি। সরকারের ঘরে টাকা পড়ে থাকলেও তা বিলি করা যাচ্ছে না।
এই সমস্ত শুনে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টিকে মানবিক ভাবে দেখতে হবে। করোনার জেরে অনেকে বিয়ে পিছোতে বাধ্য হচ্ছেন। তাই রূপশ্রী প্রকল্পের আবেদন ক্যান্সেল করা যাবে না, প্রয়োজনে রিনিউ করতে হবে। যাতে আসল আবেদনকারীরা তাদের নি