fbpx
আন্তর্জাতিকহেডলাইন

ইউক্রেনের বিরুদ্ধে কিনঝাল হাইপারসনিক নিক্ষেপ রাশিয়ার

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ যত দিন এগোচ্ছে ততই ঘোরালো হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। ইউক্রেনে এবার অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র কিনঝাল হাইপারসনিক নিক্ষেপ করল রাশিয়া। শব্দের চেয়েও দ্রুতগতিতে চলে এই ক্ষেপনাস্ত্র। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত শুক্রবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি অস্ত্রাগার ধ্বংস করতে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।  যুদ্ধে নিখুঁতভাবে আঘাত হানতে পারা এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা আগে কখনোই স্বীকার করেনি রাশিয়া।

সংবাদমাধ্যমটি জানায়, পশ্চিম ইউক্রেনে যুদ্ধের সময় কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যবহার এটাই। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে ছুটে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারে।

গতকাল শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কিনঝাল বিমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় থাকা দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইভানো ফ্র্যাংকিভস্ক অঞ্চলের দেলিয়াতিন গ্রামে হামলা চালানো হয়। এতে ভূগর্ভস্থ অস্ত্রাগারে থাকা ক্ষেপণাস্ত্র ও আকাশ থেকে নিক্ষেপযোগ্য গোলাবারুদ ধ্বংস হয়ে যায়।

রাশিয়া যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তা ইউক্রেনীয় বাহিনীও নিশ্চিত করেছে। জানিয়েছে, তাদের অস্ত্রাগারই রুশ হামলার লক্ষ্য ছিল।

রাশিয়ার হামলা সম্পর্কে ইউক্রেনীয় বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বলেন, ‘আমাদের বিরুদ্ধে তারা তাদের অস্ত্র হিসেবে সব ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ’

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম কিনঝাল ক্ষেপণাস্ত্রকে ‘একটি আদর্শ অস্ত্র’ আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৮ সালে রাষ্ট্রীয় ভাষণ দেওয়ার সময় পুতিন নতুন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছিলেন।

জেলেনস্কির আলোচনার আহ্বান : কিনঝাল ক্ষেপণাস্ত্রের হামলার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রতি শান্তির আহ্বান জানান। তিনি বলেন, ‘দেখা করা, কথা বলার এখনই সময়, এখনই সময় ইউক্রেনের জন্য আঞ্চলিক অখণ্ডতা ও ন্যায় নিশ্চিত করার। তা না হলে রাশিয়া এমন ক্ষতির মুখে পড়বে যে তা পুষিয়ে নিতে কয়েক প্রজন্ম লেগে যাবে। ’

Related Articles

Back to top button
Close