রাশিয়া-ইউক্রেন, ৩ ঘন্টার বৈঠকে মিলল না সমাধান সূত্র!

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ রাশিয়ার সঙ্গে আজ বৈঠকে বসলেন ইউক্রেন। মুখোমুখো দুই যুযুধান পক্ষের মধ্যে টানা তিন ঘন্টা বৈঠক হয়। ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার কাছে যুদ্ধ বিরতির দাবি রাখা হয়। রাশিয়ার মিত্র দেশ বেলারুশে চলে এই বৈঠক। বৈঠকের পরেই ইউক্রেনে ফের রুশ হানা। ৩ ঘণ্টার বৈঠকেও মিলল না যুদ্ধ-বিরতি নিয়ে রফাসূত্র। বৈঠকের পরেই কিভে পরপর রুশ বায়ুসেনার হামলা। পাল্টা রুশ এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিল ইউক্রেন।
বৈঠক শুরুর আগে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রতিনিধিদল রুশ প্রতিনিধিদলের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে। ইউক্রেনের পক্ষ থেকে তাদের এজেন্ডা সম্পর্কে বলা হয়েছে, যুদ্ধবিরতি এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ সেনাদের সরিয়ে নেওয়া। এর আগে জানানো হয়েছিল, লজিস্টিক্যাল এবং নিরাপত্তাসংক্রান্ত সমস্যার কারণে আলোচনা স্থগিত রাখা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, আলোচনায় কোনও ফলাফল আসবে বলে তিনি মনে করেন না। তবে তাঁদের চেষ্টা করতে দিতে চান তিনি।