fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণদেশহেডলাইন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: প্রাণহানি এক ভারতীয় ছাত্রের

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল এক ভারতীয় পড়ুয়ার। খাবার কিনতে গিয়ে দোকানে সামনে দাঁড়িয়ে ছিলেন কর্ণাটকের পড়ুয়া। সেই সময়ে গোলাবর্ষণে মৃত্যু হয় তাঁর। মৃত ছাত্রের নাম নবীন শেখারপ্পা (২১)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুরো ঝলসে যায় নবীন

বিদেশমন্ত্রক জানিয়েছেন, রাশিয়া -ইউক্রেন যুদ্ধে এবার প্রাণহানি হল ভারতীয় ছাত্রের মৃত্যু৷   খারকিভে মিসাইল হানায় এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ছাত্র কর্নাটকের বাসিন্দা।

খারকিভ গতকাল থেকেই একের পর এক মিসাইল এবং বোমা বর্ষণ করতে থাকে রুশ বাহিনী। লাগাতার বোমা বর্ষণ চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে। গতকাল বৈঠকে বসেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদমি জেলেনস্কি। কিন্তু দুজনের বৈটকে কোনও সমাধান সূত্র উঠে আসেনি। এর পরেই আরও আগ্রাসী দৃষ্টি নিয়ে ঝাঁপিয়ে পড়ে রাশিয়ান প্রেসিডেন্ট। এরপর থেকেই লাগাতার বোমাবর্ষণ শুরু হয়।

এদিকে ইউক্রেনে আটকে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। কিভাবে বাড়ি ফিরে যাবেন সেই বিষয়ে আতঙ্কিত হয়ে, গতকালই এক ভিডিও শেয়ার করেন উত্তরপ্রদেশে ছাত্রী গরিমা মিশ্র। তিনি জানান, যেখানে তারা রয়েছে, সেখানেও তারা নিরাপদে নেই। প্রতিটি মুহূর্তে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। আগে ভেবেছিলাম বাড়ি ফিরতে পারব। কিন্তু এখন মনে হচ্ছে আর পারব না। মোদিজী, যোগীজি যে আছেন আমাদের বাঁচান। ভারতীয় সেনা পাঠান’।

ইউক্রেন থেকে ভারতীয়দের নিরাপদে বের করে আনার জন্য রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলছেন বিদেশ সচিব।

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি একজন ভারতীয় ছাত্র শেলিংয়ের জেরে খারকিভে আজ সকালে মারা গেছেন৷ মন্ত্রক তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে৷ আমাদের গভীর সমবেদনা মৃতের পরিবারের জন্য৷’’

ইউক্রেনে রাশিয়ার বোমা বিস্ফোরণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যুর পর ইউক্রেনের দূত ইগর পোলিখাকে সাউথ ব্লকে ডেকে পাঠানো হয়। তাঁকে জানানো হয়েছে,  অবিলম্বে ইউক্রেনে থাকা ভারতীয় নাগরিকদের উদ্ধার করার প্রয়োজন রয়েছে। এদিকে ভারতের শিক্ষার্থীদের এই অবস্থায় উদ্বিগ্ন মোদি সরকার। আটকে থাকা ভারতীয়দের ফেরাতে যাচ্ছেন সি-১৭ সামরিক বিমান।

Related Articles

Back to top button
Close