ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক চিঠির মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা জানান রাশিয়ার প্রেসিডেন্ট। চিঠিতে শুভেচ্ছা জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লেখেন, আপনার কাজকর্ম আন্তর্জাতিক মঞ্চে বিশেষভাবে প্রশংসা কুড়িয়ে৷ আপনার নেতৃত্বে ভারত সাফল্যের সঙ্গে সামাজিক-অর্থনৈতিক, বিজ্ঞান এবং প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে৷ আমাদের দু’দেশের মধ্যে বিশেষ এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে আরও শক্তিশালী করার পিছনেও আপনার ভূমিকা অনেক৷
আমাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তাকে আমি সম্মান করি৷ ভবিষ্যতেও এই ধরনের আলোচনা এবং কাজকর্মের মাধ্যমে দু’দেশের দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আমরা কাজ করে যাব৷
আরও পড়ুন:‘কোটি কোটি ভারতবাসী আজ আপনার দীর্ঘায়ু কামনা করছে’, নমোকে বললেন কঙ্গনা
আজ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদির ৭০তম দেশজুড়ে বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।