‘সারা বিশ্বের কাছে জঙ্গিদের জন্ম দেওয়ার জন্য পরিচিত’, নাম না করে পাকিস্তানকে কটাক্ষ বিদেশমন্ত্রীর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে ফের কটাক্ষ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার সকালে ১৯তম দরবারি শেঠ মেমোরিয়াল শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তিনি। আর তারই মাঝে জঙ্গিদের মদত দেওয়ার জন্য পাকিস্তানকে তীব্র কটাক্ষ করেন। ইমরানের প্রশাসনের সমালোচনা করে ভারতের বিদেশমন্ত্রী বলেন, ‘যে দেশ সারা বিশ্বের কাছে জঙ্গিদের জন্ম দেওয়ার জন্য পরিচিত, বিভিন্ন দেশে জঙ্গিদের পাঠিয়ে নাশকতার ঘটনা ঘটায়। তারাই আজ নিজেদের সন্ত্রাসবাদের শিকার বলে কান্নাকাটি করছে। এভাবেই সবার চোখে ধুলো দেওয়ার চেষ্টা চালাচ্ছে।’
Terrorism is a cancer that potentially affects everyone just as pandemics potentially impact all humanity: External Affairs Minister Dr S Jaishankar speaking at the 19th Darbari Seth Memorial Lecture pic.twitter.com/k3IX2swsC2
— ANI (@ANI) August 28, 2020
আরও পড়ুন: ঐতিহ্যের দে বাড়ির দুর্গাপুজোয় ব্রিটিশ মহিষাসুর
তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদ একটা ক্যান্সার, যা সবাইকে প্রভাবিত করে। তেমনই এই করোনা মহামারী সম্পূর্ণ মানব সমাজকে প্রভাবিত করছে।‘ এদিন তিনি আরও বলেন, ইমরানের প্রশাসনের সমালোচনা করে ভারতের বিদেশমন্ত্রী বলেন, ‘যে দেশ সারা বিশ্বের কাছে জঙ্গিদের জন্ম দেওয়ার জন্য পরিচিত, বিভিন্ন দেশে জঙ্গিদের পাঠিয়ে নাশকতার ঘটনা ঘটায়। তারাই আজ নিজেদের সন্ত্রাসবাদের শিকার বলে কান্নাকাটি করছে। এভাবেই সবার চোখে ধুলো দেওয়ার চেষ্টা চালাচ্ছে।’
আরও পড়ুন: উন্নতমানের সৌদি খেজুর চাষ…