কলকাতাগুরুত্বপূর্ণদেশহেডলাইন
দক্ষিণ পূর্ব রেলের স্বচ্ছতা অভিযান নিয়ে ওয়েবনারে ভার্চুয়াল বৈঠক
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা পরিস্থিতিতে পরিচ্ছন্নতা বজায় রাখার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দক্ষিণ পূর্ব রেল। শুক্রবার গার্ডেনরিচে এই বিষয়ে ওয়েবনারে আলোচনাচক্রে অংশ নেন। দক্ষিণ পূর্ব রেলের অবসরপ্রাপ্ত চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দেবাশিস রায়, অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক বিশ্বজিৎ দেবনাথ স্বচ্ছতা, পরিচ্ছন্নতার ক্ষেত্রে রেলের ভূমিকার কথা বলতে গিয়ে স্বচ্ছ ভারতের মিশন, স্বচ্ছ রেল মিশনের কথা বলেন। এছাড়া কঠিন বর্জ্য নিষ্কাশন, জল সংরক্ষণ, বিকল্প শক্তির ব্যবহার প্রভৃতি পরিবেশবান্ধব প্রকল্পের প্রশংসা করেন।
আলোচনাচক্রের শুরুতে দক্ষিণ পূর্ব রেলের বর্তমান প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার পি.কে মণ্ডল অতিথিদের স্বাগত জানান।