বাংলাদেশী এক ব্যক্তিকে আটক করল সাহেবগঞ্জ থানার পুলিশ
নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: বাংলাদেশী এক ব্যক্তিকে আটক করল দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জ থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম রবীন্দ্রনাথ রায় (৪৫)। ওই ব্যক্তি বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা্ বলে পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার রাতে দিনহাটা-২ ব্লকের পূর্ব সাহেবগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। জানা গেছে ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। পরে তাদের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বাংলাদেশ থেকে এসেছে। এর পরেই তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এদিন রাত ১১টা নাগাদ সাহেবগঞ্জ থানার অন্তর্গত পূর্ব সাহেবগঞ্জ এলাকায় বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে আটকে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসে। অসুস্থ ওই ব্যক্তির চিকিৎসা ও খাওয়া দাওয়ার ব্যবস্হা করা হয়। এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের তরফে। ধৃত ওই ব্যক্তি পুলিশি জেরায় জানায়,পেটের দায়ে একরকম অসহায় হয়ে সীমান্ত পেরিয়ে তিনি এদেশে এসেছেন।
এ বিষয়ে সাহেবগঞ্জ থানার এক পুলিশ আধিকারিক জানান, আইন মেনেই সব ধরনের পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যথাসময়ে অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।প্রসঙ্গত, দিন কয়েক আগে এক বাংলাদেশি একই ভাবে অনুপ্রবেশ করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। ওই ব্যক্তির নাম মহম্মদ সাকিল (২৪)। তার বাড়ি বাংলাদেশের পুরাতন ঢাকার কামরাঙ্গিছাড় এলাকায়।