fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

২০২১ থেকে কমতে চলেছে হাতে পাওয়া বেতনের পরিমান

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার কারণে এমনিতেই কর্মহীন হয়েছেন বহু মানুষ, বেতন কমেছে বহু বেসরকারি সংস্থার। যারফলে যারপরনাই আর্থ-সামাজিক সংকটের মধ্যে পড়তে হয়েছে বহু পরিবারকে। কিন্তু করোনা পরবর্তী দিনগুলোতে কেমন হবে আর্থিক চালচিত্র? সেই আশাতেও হয়তো জল ঢালতে চলেছে আগামী বছরের আর্থিক পূর্বাভাস।

২০২১ থেকে কমতে  চলেছে হাতে পাওয়া বেতনের পরিমান। এমন তথ্য উঠে এল কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সূত্রে। জানা গিয়েছে, ভাতা যেন কোনওভাবেই মোট বেতনের ৫০ শতাংশ না ছাড়ায়। ২০১৯–‌এর বেতন সংক্রান্ত নিয়মাবলি ‘‌কোড অফ ওয়েজেস’‌–‌এ রাখা হয়েছে এই নিয়ম। সংস্থাগুলোকে বেতনের পরিকাঠামো ভেঙে দেখানো বাধ্যতামূলক করা হযেছে। আগামী আর্থিক বছর থেকে কার্যকর হবে নতুন নিয়মাবলি। এর ফলে আগামী এপ্রিল থেকে হাতে পাওয়া মাইনে কিছুটা কমতে পারে।

ভাতার পরিমাণের সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে, মোট বেতনের ৫০ শতাংশ মূল বেতনের খাতে দেখাতে হবে। এর ফলে মোট বেতনের কিছুটা অংশ জমা পড়বে গ্র‌্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ডের খাতে। হাতে পাওয়া বেতনের পরিমাণ কমবে। এ প্রসঙ্গে ১৩ নভেম্বর বিজ্ঞপ্তি দিয়েছিল শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক।

Related Articles

Back to top button
Close