অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: করোনা চিকিৎসায় অমানুষিক খাটতে হচ্ছে তাদের। নাওয়া খাওয়া ভুলে করোনা রোগীদের বাঁচাতে জানপ্রাণ লাগিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। অথচ রোগীদের পরিবারের কাছ থেকে প্রচুর টাকা দাবি করলেও অথচ হাসপাতালের চিকিৎসকদের বেতন কমিয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।
কোথাও আবার দেরিতে বেতন দিচ্ছে। এই নিয়ে দ্রুত স্বাস্থ্যভবনকে অ্যাডভাইসরি লাগু করার দাবি জানিয়ে
স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হলেন খোদ চিকিৎসকরাই। এই নিয়ে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে বিস্তারিত চিঠি পাঠাল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রতিনিধি তরফে স্বাক্ষর করেন ডা. কৌশিক চাকী, ডা. অর্জুন দাশগুপ্ত এবং ডা. পুণ্যব্রত গুণ। কোভিড আবহে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসকরা। অথচ বিভিন্ন বাহানায়
বেসরকারি হাসপাতালে বেতন কাটছাঁট করা হচ্ছে। চিকিৎসকদের দাবি, এভাবে বেতন কাটছাঁট হলে এবং সঠিক সময় বেতন না পেলে কাজ চালানো খুব কঠিন। এতে মনোবল ভেঙে যাওয়াই স্বাভাবিক। তাই এ বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা নিক স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যসচিবের পক্ষ থেকে চিকিৎসকদের জানানো হয়েছে, বিষয়টি সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবে।
ক’দিন আগেই একই রকম অভিযোগে সরব হয়েছিলেন চিকিৎসকদের এই সংগঠন।বেসরকারি হাসপাতালের বিল-দুর্নীতি নিয়ে অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়াকে ও রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছিলেন চিকিৎসকদের অন্যতম সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। বলা হয়, অতিরিক্ত বিলের কারণৈ একাধিকবার রোগীর পরিবারের হাতে হেনস্থা হতে হয় চিকিৎসকদের। কিন্ত তাঁরা বারবারই দাবি করেন, বিলের ব্যাপারে চিকিৎসকরা কোনওভাবেই দায়ী নন। এর পরেই এই নিয়ে বেশ কিছু পদক্ষেপ নেয় স্বাস্থ্য কমিশন।
তবে এদিন একটি আশার বাণীও শুনিয়েছেন
রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনি জানান, খুব শীঘ্রই চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের জন্য সরকারি হাসপাতালে ডেডিকেটেড কোভিড বেডের ঘোষণা করা হবে। প্রসঙ্গত শ্যামনগরের চিকিৎসক প্রদীপ ভট্টাচার্যের মৃত্যুর পর চিকিৎসক সংগঠন দাবি করে, যাঁরা জীবনকে তুচ্ছ করে পরিষেবা দিচ্ছেন তাঁরা যেন অসুস্থ হলে ন্যায্য মূল্যে চিকিৎসাটা পান, তার জন্য রাজ্যের প্রতিটি জেলায় স্বাস্থ্য কর্মীদের জন্য লেভেল ফোর স্তরের সরকারি স্বাস্থ্যকেন্দ্র তৈরি রাখতে হবে। তাদের সেই দাবি অনুযায়ী পরিকল্পনা হয়ে গিয়েছে বলে জানান স্বাস্থ্যসচিব। আর দু’একদিনের মধ্যেই তা সরকারি ভাবে ঘোষণা করা হবে।