
শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: সল্টলেকের বিজে ব্লকের পুজো এবার জমিদার বাড়ির নাট মন্দিরের আদলে করা হয়েছে। এবার ৩৭ বছরে পড়ল বিজে ব্লকের পুজো। সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনেই পুজোর তোড়জোড় করা হচ্ছিল এমনটাই জানান পুজো উদ্যোক্তারা।
মানুষের সঙ্গে মানুষের স্বাভাবিক দূরত্ব থাকে সেই কথা মাথায় রেখেই ব্যবস্থা করা হয়েছে। গতকাল হাইকোর্টের নির্দেশিকা দেওয়ার পর আজ সকাল থেকে সল্টলেক বিজে ব্লকের পুজো কর্তারা পুজো মন্ডপ থেকে ১০ মিটার দূরে ব্যারিকেট করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। যাতে কোনো ভাবেই দর্শনার্থীরা পুজো মন্ডপে প্রবেশ করতে না পারে তার জন্য নজরদারির ব্যবস্থাও করেছে।
তবে দূর থেকে প্রতিমা দর্শন করতে পারবে দর্শনার্থীরা সেভাবেই এবার মন্ডপ তৈরি করা হয়েছে।