fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

রাজনীতি জগতে ফের নক্ষত্র পতন, প্রয়াত সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  রাজনীতি জগতে ফের নক্ষত্র পতন, প্রয়াত হলেন সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব। জানা গিয়েছে, শনিবার রাতে তাঁর গ্রাম পূরওয়ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সমাজবাদী পার্টির প্রাক্তন MLC (আইন পরিষদের সদস্য) মুলায়ম সিং যাদব। এদিন রাত ৯টা নাগাদ তাঁর জীবনাবসান হয়। উত্তরপ্রদেশের ঔরাইয়া জেলায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ।

প্রয়াত সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব।

            আরও পড়ুন: হাথরাসে গণধর্ষণ হয়নি, পুলিশের দাবিতেই সিলমোহর দিল চূড়ান্ত ফরেনসিক রিপোর্ট

তিনি সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের খুবই ঘনিষ্ঠ ছিলেন প্রয়াত প্রবীণ নেতা। তাঁর মরদেহে শেষশ্রদ্ধা জানিয়েছেন, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। ১৯৪৯ সালে মাত্র ২১ বছর বয়সে নিজের গ্রামে সরপঞ্চ হিসেবে নির্বাচিত হয়েছিলেন মুলায়ম সিং যাদব। ১৫ বছর তিনি নিজের ব্লকের প্রধান ছিলেন। আর টানা ২০ বছর ছিলেন লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য। আইন পরিষদে তিন বার এবং ঔরাইয়া ও ভাগ্য নগর ব্লকে দু বার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

Related Articles

Back to top button
Close