পুজোর আগে বন্ধ টিটাগড় ব্রহ্মস্থানের সামবিন জুটমিল, কাজ হারালেন দেড় হাজার শ্রমিক

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলন করায় বন্ধ হয়ে গেল টিটাগড় ব্রহ্মস্থানের সামবিন জুটমিল। এই জুটি মিলে দেড় হাজার শ্রমিক কর্মরত। কয়েকদিন ধরে তারা আন্দোলন করছিলেন আজ সকালে শ্রমিকরা যখন কাজে যোগ এসে দেখতে পায় মিলের গেট বন্ধ করে দিয়েছে মালিক কর্তৃপক্ষ।
আরও পড়ুন:আজ পুরুলিয়া সাতটি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, চূড়ান্ত প্রস্তুতি
কিন্তু গতকাল মালিকপক্ষ থেকে শ্রমিকদেরকে জানিয়েছিলেন আগামীকাল সকাল থেকে মিলে কাজ শুরু হবে। তারপর এই ঘটনা।
তারপর সারাদিন কাজ করার পর বিকেল চারটে নাগাদ মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে আলোচনায় বসা হবে। তারপরেই আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে মিলের মূল গেটে তালা ঝুলছে, এরপরই শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং টিটাগর বিটি রোড অবরোধ করে রাখে দীর্ঘক্ষণ। ঘটনাস্থলে টিটাগর থানা পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।