শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বহরমপুরে মোমবাতি নিয়ে মিছিল সামিল অধীর চৌধুরী

কৌশিক অধিকারীঃ বহরমপুর: শুক্রবার বিকেলে বহরমপুর টাউন কংগ্রেস নেতৃত্বে জেলা কংগ্রেস থেকে লাদাখ সীমান্তে সেনা জওয়ান শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি মিছিল বের করা হল। উপস্থিত ছিলেন লোকসভা পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী । অধীর চৌধুরী বলেন, লাদাখে গালওয়ান উপতাকায় বীর জওয়ান দের নির্মম বর্বরতা হামলা চালানো হয়। শহীদ হন কুড়ি জন বীর জওয়ান, চিন কে উপযুক্ত ভাবে শাস্তি দিতে হবে, কুটনৈতিক ও বানিজ্য আর্থিক এবং সামরিক ভাবে জবাব দিতে হবে এটাই দেশের মানুষের একটাই বক্তব্য।
আরও পড়ুন: স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ ধরা পড়তেই এলাকা স্যানিটাইজ করলেন পুরসভার কর্মীরা
আজকে আদিবাসী পরিবারের যুবক রাজেশ ওরাং চিনের সেনাবাহিনী ইচ্ছাকৃত ভাবে যুবকের প্রান কেড়ে নিল চিনকে জবাব মতো জবাব দিতে হবে আমরা দেশের সরকারের পাশে আছি। আমাদের দেশের ফৌজ কাপুরুষ নয় সেটা বুঝিয়ে দিতে হবে। শহীদ বীর জওয়ান দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে মোমবাতি জ্বালিয়ে পথে নেমেছি বলে মন্তব্য করেন অধীর চৌধুরী।