fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

অভিনব পদ্ধতিতে কংসাবতী নদী থেকে ফের অবৈধভাবে তোলা হচ্ছে বালি!

তারক হরি, পশ্চিম মেদিনীপুরঃ  এক অভিনব পদ্ধতিতে চুরি হচ্ছে বালি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নং ব্লকের মাগুরিয়াতে। এই দুই মেদিনীপুর এর মাঝে অবস্থিত কংসাবতী নদী থেকে ফের অবৈধভাবে বালি তুলছে এলাকার একদল বালি মাফিয়া।

          আরও পড়ুনঃ ১৪৫ কিমি বেগে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় নিভার, জারি সতর্কতা

নদীর মাঝে নৌকা রেখে জলে বালতি ডুবিয়ে প্রকাশ্য দিবালোকে বালি তুলে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে একশ্রেণীর মানুষ। যদিও বালি পাচার রুখতে একাধিক বার হানা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নং ব্লকের ভূমি রাজস্ব আধিকারিক। তবুও প্রশাসনের চোখকে ফাঁকি দিয়েই চলছে এই বালি পাচার।

                   আরও পড়ুনঃ একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম: সোনিয়া গান্ধী

Related Articles

Back to top button
Close