fbpx
হেডলাইন

বগুলায় পঞ্চায়েতের উদ্যোগে জীবানু মুক্ত অভিযানে ব্যাপক সাড়া

শ্যামল কান্তি বিশ্বাস,বগুলা : শুক্রবার, বগুলা জুড়ে জীবানু মুক্ত অভিযানে ব্যাপক সাড়া মিললো। রানাঘাট অগ্নিনির্বাপক কেন্দ্রের ব্যাবস্থাপনায় বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েতের উদ্যোগে এই কর্মসূচি রূপায়নে অনেকটাই আতঙ্ক মুক্ত হলেন এলাকার জনগণ।

প্রসঙ্গত উল্লেখ্য,গত ১৯ শে জুন বগুলা কলেজপাড়ার বছর ৫২ এর জনৈকা ঝর্ণা বিশ্বাস  নামক করোনা আক্রান্ত রোগী, যাকে প্রথমে বগুলা গ্ৰামীণ হাসপাতালে ভর্তি করা হয়, তারপর অবস্থার অবনতি দেখে শক্তিনগর জেলা হাসপাতালে এবং ঐ রাতেই শক্তিনগর জেলা হাসপাতাল থেকে সরাসরি কলকাতা সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এবং সেখানে ই ঐ রোগির মৃত্যু হয়। মৃত্যুর পর রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে।এই ঘটনায় আতঙ্ক ছড়ায় সমগ্র বগুলা জুড়ে । যদিও পরবর্তীতে এই রোগির সংস্পর্শে যে সমস্ত ডাক্তার, নার্স, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশীরা এসেছিলেন বলে শনাক্ত করা যায়,তাদের প্রত্যেকের লালারস পরীক্ষা করা হয় এবং রিপোর্ট নেগেটিভ আসায় সকলেই চিন্তা মুক্ত হলেও আতঙ্ক পিছু হটে নি এলাকাবাসী র। সাবধানতা অবলম্বন সহ উল্লেখিত ঘটনার অবসান কল্পে স্থানীয় বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েতের উদ্দোগে আজকের এই কর্মসূচি বলে জানালেন, পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো সঞ্চালক শ্রীবাস সিকদার।

Related Articles

Back to top button
Close