সপ্তমী থেকে দশমী পুজোর চারদিন দুঃস্থদের খাবার দিতে উদ্যোগী স্বেচ্ছাসেবী সংগঠন

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: পুজো মানেই খাওয়া দাওয়া আর সাথে আনন্দ। তবে সকলের ভাগ্যে তা জোটে না। সমাজে এমন বহু মানুষ আছেন যাদের বারোমাস খাবার জোটেনা। পুজোর আনন্দ তাদের কাছে অলীক কল্পনা মাত্র। সমাজের এই দুঃস্থ অসহায় মানুষগুলো যাতে পুজোর কদিন নিশ্চিন্তে খাবার খেতে পারে তার জন্য উদ্যোগী হল আলিপুরদুয়ার এর স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ননীড়।
আলিপুরদুয়ার কোর্ট মোড়ে এই সংগঠনের পক্ষ থেকে একটি ষ্টল খোলা হয়েছে। এখান থেকেই পজোর চারদিন এলাকার দুঃস্থদের হাতে তুলে দেওয়া হবে খাবার। মহাসপ্তমীর দিন সকালে এই কর্মসূচির উদ্বোধন এর রাজ্য সরকারের ভুমি ও ভুমি সংস্কার দপ্তর এবং উদ্বাস্তু ত্রান ও পুনর্বাসন দপ্তরের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান মৃদুল গোস্বামী। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানান পুজোর চারদিন কেউ খাবে কেউ খাবেনা এই ভাবনা থেকেই তারা এধরনের উদ্যোগ গ্রহন করেছেন।