fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

নারদ ও সারদা মামলার তদন্তকারী অফিসারদের বদলি করল সিবিআই

অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ফের
নারদ এবং সারদা মামলার তদন্তকারী অফিসারদের বদলি করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার দু’জনকে বদলি করা হয়েছে। তাঁরা ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার অফিসার ছিলেন।

পাশাপাশি তাঁদের জায়গায় নারদ মামলার তদন্তে বিহার থেকে আনা হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসার উমেশ কুমারকে। আর সারদা মামলার তদন্তের দায়িত্বে দিল্লি থেকে আনা হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক অফিসারকে। বদলি করা হল সারদার তদন্তকারী অফিসার ডিএসপি তথাগত বর্ধনকেও।

সূত্রের খবর, দিল্লি ও বিহার থেকে ২ জন অতিরিক্ত পুলিস সুপার পদমর্যাদার আধিকারিককে বসানো হচ্ছে সারদা ও নারদা তদন্তের মাথায়। এতদিন পর্যন্ত ডিএসপি পদমর্যাদার আধিকারিকরা তদন্ত করছিলেন। ইতিমধ্যেই তাঁদের অন্যত্র বদলি করা হয়েছে। দুটি মামলারই তদন্তে গতি আনতে এই পদক্ষেপ সিবিআই-এর।

উল্লেখ্য, সিবিআইয়ের ইকনমিক অফেন্স উইং ৪-এ তিন জন এসপি পদমর্যাদার অফিসার আনা হয়। এসপি জয়দেওল ও এসপি এসএস ব্রালকে হেডকোয়ার্টার থেকে পাঠানো হয় কলকাতায়। আরও একজন আইপিএস অফিসারের পোস্টিং হয় ইকোনমিক অফেন্স উইং ৪-এ। এবার বদল করা হল সারদা এবং নারদ মামলার তদন্তকারী আধিকারিকদের।

Related Articles

Back to top button
Close