পশ্চিমবঙ্গহেডলাইন
করোনা আবহে হেমতাবাদে ঘট পুজোতেই সম্পন্ন সন্তোষী আরাধনা

নিজস্ব সংবাদাতা, হেমতাবাদ: করোনা আবহে হেমতাবাদে ঘট পুজোর মধ্য দিয়েই সম্পন্ন হল সন্তোষী পুজো। এবছর তাদের এই পুজোর ৪০ তম বর্ষ। তবে করোনার কারণে মূর্তি পুজো করা হয়নি। শুধুমাত্র ঘট পুজো করা হয়।
পুজো প্রাঙ্গণে করোনা সংক্রমণ রুখতে সচেতনতার বার্তা দেওয়া হয়। উদ্যোক্তারা বলেন, প্রতি বছর প্যান্ডেল করে তিনদিন ধরে পুজোর আয়োজন করা হয়। মন্দির প্রাঙ্গনে আলোক সজ্জার ব্যবস্থা থাকে। এই বছর শুধু মাত্র পুজো কমিটির সদস্যরা মাক্স পরে উপস্থিত থেকে পুজো সম্পন্ন করেছে। পুজোকে কেন্দ্র করে অন্য সকল আয়োজন বন্ধ রাখা হয়েছে।