‘আমরা সমস্ত জঙ্গি হামলার বিরোধী’, মুসলিম দেশগুলিকে বুড়ো আঙুল দেখিয়ে ফ্রান্সের পাশে সৌদি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:ফ্রান্স জঙ্গি হামলায় সমস্ত মুসলিম দেশের মুখে জবাব দিয়ে প্যারিসের পাশেই দাঁড়ালো সৌদি আরব। ইসলামের নামে পরপর জঙ্গি হানায় স্তম্ভিত ফ্রান্স। এহেন পরিস্থিতিতে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় মুসলিম বিশ্বে রোষের মুখে পড়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এই পরিস্থিতিতে নিস এ জঙ্গি হামলার নিন্দায় সরব হয়েছে সৌদি আরব।
সরকার নিয়ন্ত্রিত সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি বিদেশমন্ত্রকের সাফ বক্তব্য, ‘আমরা যে কোনও ধরনের সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে। যে কাজে হিংসা ও বিদ্বেষ ছড়ায় তেমন কাজ থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি।’ উল্লেখ্য, মুসলিম দুনিয়ায় এই প্রথম কোনও দেশ বৃহস্পতিবার ফ্রান্সে হওয়া সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে সরব হয়েছে। এর আগে, তুরস্ক, পাকিস্তান ও মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মহাথির মহম্মদও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনায় সরব হয়েছেন। মহাথির মহম্মদ তো বলেই ফেলেন যে, লক্ষ লক্ষ ফরাসি মানুষকে হত্যার অধিকার রয়েছে মুসলিমদের। এহেন পরিস্থিতিতে সৌদি আরবের পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।