
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির কথায় কোনো সত্যতা নেই। তোপ দাগলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ও নারী শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। শনিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি বিজেপির বিরুদ্ধে এই দাবি করেন। সম্প্রতি গুজব রটে বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় দল ছাড়ছেন। যদিও এ প্রসঙ্গে এদিন সকালেই বর্ষিয়ান তৃণমূল সাংসদ নিজেই প্রতিক্রিয়া জানিয়ে বলেন ‘মরে গেলেও আমি বিজেপিতে যাবেন না।’ তৃণমূলের দাবি এই পুরোটাই বিজেপির রটানো। তারাই মিথ্যে কথা বলে গুজব ছড়াচ্ছেন। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘সৌগত রায়ের মত একজন বর্ষীয়ান সাংসদ তার সম্পর্কে যারা এধরনের মন্তব্য করেন তা অত্যন্ত নিন্দনীয়। তা রীতিমতো তাকে অপমানিত করার সমান। আর তাই নিজের সাফারিতে বর্ষিয়ান সাংসদকে পরের দিনই সংবাদমাধ্যমে সে কথা প্রকাশ্যে জানাতে হয়। এটা সত্যিই লজ্জার।’
এদিন বিজেপিকে এক হাত নিয়ে শশী পাঁজা বলেন, ‘বিজেপি যে মিথ্যা কথা বলে তা প্রমাণিত হয়েছে বারেবারে। তারা যে শুধু মিথ্যা বলেন তা নয় জনপ্রতিনিধিত্ব করার সময় কমিশনের কাছে হলফনামায় তারা মিথ্যা তথ্য পেশ করেন। যার দৃষ্টান্ত ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি নিজের ব্যাঙ্গালোরের কোম্পানি ও স্ত্রীর নামে দুবাইয়ের কোম্পানির উল্লেখ তাঁর হলফনামায় করেননি। কমিশনের কাছে পুরোটাই গোপন করে গিয়েছেন।’ শশী পাঁজা দাবি করেন ব্যাঙ্গালোরের একটি কোম্পানিতে সাংসদ অর্জুন সিং এর প্রায় দুই লক্ষ শেয়ার আছে যা হলফনামায় দেওয়া নেই।
অন্যান্য দিনের মতো এদিনও কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ আনেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন ঘূর্ণিঝড় আম্ফান এর জন্য প্রায় 1 লক্ষ কোটি টাকা পাওনা। পশ্চিমবঙ্গ সরকার নিজেই সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করেছে। এছাড়াও চার হাজার কোটি টাকা খরচ হয়েছে শুধু কোভিদ পরিস্থিতি সামাল দিতে। কিন্তু এখনো কেন্দ্রের কাছ থেকে পাওনা টাকার কোনটাই পাইনি রাজ্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিক্ষা চাই না শুধু পাওনা টাকা চাই সেটুকুর কেন্দ্র দিচ্ছে না।’