কৃষ্ণনগরে চা-পে চর্চা সহ সংকল্প পদযাত্রায় সায়ন্তন বসু

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : রাজ্যে শাসক তৃণমূলের সীমাহীন সন্ত্রাস সহ অত্যাচারের প্রতিবাদে বুধবার শক্তিনগরে পথে হাঁটলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। বাংলায় আর নয় অন্যায় দাবিকে প্রতিষ্ঠা সহ জনসংযোগ স্থাপন উপলক্ষে আজ সকালে শক্তি নগর বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় চা-পে চর্চা সহ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পথে হাঁটলেন তিনি। কর্মসূচি রূপায়নে সায়ন্তন বাবু সহ বিজেপি নদিয়া জেলা উত্তরের সাংগঠনিক সভাপতি আশুতোষ পাল উপস্থিত ছিলেন।
সায়ন্তনবাবু, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূলের হার্মাদ বাহিনীর আতঙ্কের হাত থেকে রক্ষা সহ পাশে দাঁড়াতে দলের এই কর্মসূচি। বাংলার মানুষ তৃনমূলের লুটেরাদের অপশাসনে নাজেহাল, তাদের স্বাভাবিক জনজীবনে ফিরিয়ে আনা সহ রাজ্যে পূনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এহেন প্রয়াস। সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে আমাদের কাছে তাদের অত্যাচারের কাহিনী বর্ননা করেছেন।আমরা সবাইকেই আশ্বস্থ করছি, বিজেপি বাংলার সুশাসন প্রতিষ্ঠা করবেই।