আরামবাগে চা চক্রে দলীয় কর্মীদের সঙ্গে যোগ দিলেন সায়ন্তন বসু

গোপাল রায়, আরামবাগ: চা চক্রে আরামবাগে হাজির হলেন রাজ্য বিজেপির সাধারন সম্পাদক সায়ন্তন বসু। এদিন দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এমনকী দলের বাইরে এলাকাবাসীর সঙ্গে তাদের সমস্যার কথা শোনেন তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেন দলের নেতা কর্মীদের সঙ্গে।
বুধবার সকালে আরামবাগের গৌরহাটি মোর এলাকায় চা চক্রের ব্যবস্থা করা হয় বিজেপির পক্ষ থেকে। সেখানে সায়ন্তন বসু আসার আগেই হাজির হন দলীয় নেতা কর্মীরা। অবশেষে সকাল দশটা নাগাদ সায়ন্তন বসু হাজির হন।
আরও পড়ুন: মেদিনীপুরে রাস্তায় ‘চপ’ ভেজে অভিনব বিক্ষোভ দেখালেন শিক্ষিত বেকার যুবকরা
সায়ন্তন বসু বলেন, আমাদের কার্যকতা তাদের দেখা হল। একটু চায়ে পে চর্চা হল। খোঁজ নিলাম ৮ তারিখ নবান্ন অভিযান কত দূর প্রস্তুতি হল। কৃষি বিল নিয়ে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে তা নিয়ে ৪ তারিখ সভা আছে এবং সদস্য করার জন্য এইসব খোঁজ খবর নিলাম।