
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর প্রদেশে দলিত তরুণীর গণধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল করলেন, হাথরসের ঘটনাকে সামনে রেখে রেখে গ্রামে গ্রামে প্রচারের নির্দেশ দিলেন কর্মীদের। পাল্টা আক্রমণের পথে হাঁটলেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
শনিবার তিনি প্রশ্ন তুললেন, কামদুনি, পার্ক স্ট্রিটের ঘটনার সময় কেন পথে নামেন নি মমতা বন্দ্যোপাধ্যায়? এদিন সায়ন্তন বলেন, ‘উত্তর প্রদেশের ঘটনায় সেখানকার মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন। হাথরসের এসপিসহ ৪ পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করতেই পারেন। আমার প্রশ্ন কামদুনির ঘটনার সময় কেন মিছিল করেন নি? পার্ক স্ট্রিটের ঘটনাকে কেন বলেছিলেন ছোট্ট ঘটনা?’
তিনি বলেন, ‘ এ রাজ্যের মা, বোনেরা সুরক্ষিত নন। দমদমের মা মেয়েকে পুড়িয়ে মারা হলো দীঘায়, রাজগঞ্জ, বসিরহাট, চোপড়া নারী ধর্ষণ, অত্যাচার চলছেই। তখনতো মুখ্যমন্ত্রী পদে নামেন না। বাংলার মানুষ ওঁর নাটক ধরে ফেলেছেন। এসব নাটক করে তাই লাভ হবে না।’