সাত সকালে চায়ে পে চর্চা-তে সায়ন্তন বসু

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বিধান নগর দক্ষিণ মন্ডলের তরফ থেকে খাস মহল এলাকায় এই অনুষ্ঠান করা হয়। স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন । রবিবার সেখানে হাজির ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। খোঁজ নিলেন এলাকার।
সায়ন্তন বসু জানান, চায়ে পে চর্চা দিলীপ দা করতেন। এখন আমরা করছি।যেহেতু মানুষের একটা সারা তৈরি হচ্ছে । আর সব সময় ফরমাল মিটিং জনসভা ভালো লাগে না। একটু চায়ের আড্ডা মানুষের সকালের বিশেষত্ব বাঙালির ক্যারেক্টারের মধ্যে পড়ে।বাঙালির ক্যারেক্টার ও রাজনৈতিক আলোচনা এটা খুব ভালো মিলছে এই কার্যক্রম এ এটা ভালো লাগছে।’
মালবাজার পুরো চেয়ারম্যান এর ওপর হামলা নিয়ে তিনি বলেন, আমি যেদিন মালবাজারে চায়ে পে চর্চা করতে গেছিলাম এই পুরো চেয়ারম্যান সব চায়ের দোকান বন্ধ করে দিয়েছিল। আমাকে চায়ে পে চর্চা করতে দেবেন না । আমাদের চায়ের দোকান বন্ধ করে দেবে আর লোকে ছেড়ে দেবে নাকি। বিজেপির কোনো হাত নেই সাধারণ মানুষ এই ধরণের চেয়ারম্যান এর বিরুধ্যে যা করার করবেন। সায়ন্তন বসু ওখানে যাবে আর সব দোকান বন্ধ হয়ে যাবে এটা সাধারণ মানুষ সহ্য করেননি।