fbpx
আন্তর্জাতিকহেডলাইন

রাশিয়ায় স্কুলে চলল গুলি, বন্দুকধারীর গুলিতে নিহত ৭ শিশু সহ ১৩  

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: রাশিয়ায় স্কুলে চলল গুলি। নিহত কমপক্ষে ৭ শিশু সহ ১৩ জন। আহত আরও ২১ জন। সোমবার রাশিয়ার রাশিয়ার মধ্যাঞ্চলে ইজেভস্ক শহরের একটি স্কুলে সোমবার এক বন্দুকধারীর গুলিতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী ছিল।

রুশ কর্মকর্তারা জানিয়েছে, গুলি চালানোর পর বন্দুকধারী আত্মহত্যা করেছে এবং তার উদ্দেশ স্পষ্ট নয়। নিহতদের মধ্যে দুজন শিক্ষক এবং দুজন নিরাপত্তারক্ষীও রয়েছেন। স্কুল ভবন থেকে কর্মচারী এবং শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম স্কুল ভবনের আতঙ্কের দৃশ্য সামনে এনেছে। সেখানে দেখা গেছে শিশুরা কুঁকড়ে ভয় লুকোচ্ছে। একজন স্থানীয় জনপ্রতিনিধি বলেছেন, হামলাকারীর কাছে দুটি পিস্তল ছিল। জানা গিয়েছে,  বন্দুকধারী নাৎসি প্রতীকসহ টিশার্ট এবং মুখ ঢাকা মাঙ্কি টুপি পরা ছিল।

ইজেভস্ক শহরে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ বসবাস করে। স্কুলটি শহরের কেন্দ্রে অবস্থিত।

 

 

 

 

Related Articles

Back to top button
Close