৩০ জুন পর্যন্ত বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ থাকবে, স্কুলগুলিকে কোয়ারেন্টাইন সেন্টার করা হবে, ঘোষণা শিক্ষামন্ত্রীর
অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: ৩০ জুন পর্যন্ত বাড়ছে স্কুল বন্ধের মেয়াদ৷ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে একই কথা ঘোষণা করেন।
এদিন সাংবাদিক বৈঠকে পার্থ বলেন, ‘স্কুলগুলিকে করেন্তাইন সেন্টার করা হবে তাই ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুলের পঠন-পাঠন ব্যবস্থা। করোনা প্রভাবিত ৫ রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের স্কুল গুলিতে কোয়ারেন্টাইন করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ আর সেই কারণে স্কুল ছুটির মেয়াদ আরও বাড়ানো হল। সেখানে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের ১৪ দিন রাখা হবে৷ তাদের খাওয়ার ব্যবস্থা করা হবে৷ প্রয়োজনে বাড়ির লোক এসে খাবার দিয়ে যেতে পারবেন৷ তবে স্কুল বন্ধ থাকলেও কলেজ ও বিশ্ববিদ্যালয় কবে খুলবে? সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’
রাজ্যজুড়ে করোনার আবহে কীভাবে স্কুল খুলবে? বা করোনা পরিস্থিতি সামলে পরবর্তী শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করতে এদিন উচ্চ পর্যায়ে বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সবার সঙ্গে আলোচনা সারেন৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত বাংলা সমস্ত স্কুল বন্ধ থাকবে৷ পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকলেও উচ্চ মাধ্যমিকেও বাড়তি সতর্কতা রয়েছে শিক্ষা দফতর৷ ৪৬২টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বদল করার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷
অন্যদিকে ঘূর্ণিঝড় আম্ফনের তাণ্ডবে রাজ্যে ১ লক্ষ ১০ হাজার স্কুল ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেগুলির মেরামতির জন্য কিছুটা সময় দরকার। করোনা সংক্রমণ শুরু হতেই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়৷ প্রথম দফায় ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় স্কুল-কলেজ৷ এর পরে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ায় ১৫ এপ্রিল পর্যন্ত স্কুল ছুটির ঘোষণা করা হয়৷ তৃতীয় দফায় ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার কথা থাকলেও চতুর্থ দফায় সেই সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল৷